॥আবুধাবী থেকে ওবায়দুল হক মানিক॥ আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ এবং মাদক ও যৌতুক প্রথা বিরোধী আন্দোলনের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, মহানবী(সাঃ) এর জীবনাদর্শ ও তার নির্দেশিত বিধান থেকে দূরে সরে বলে সারা বিশ্বের মুসলমানগণ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে।
গত ২রা আগস্ট বাদ মাগরিব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর একটি রেস্টুরেন্টে তাকে দেয়া সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আবুল কাশেম নূরী আরও বলেন, মাদক ও যৌতুক ইসলামী শরীয়ত মোতাবেক হারাম ও নিষিদ্ধ। বাংলাদেশের প্রচলিত আইনেও তা অপরাধ। সূতরাং সমাজের প্রতিটি স্তরে মাদক ও যৌতুক প্রথা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক অবক্ষয়ের থেকে রক্ষা পেতে কোরআন-হাদীসের আলোকে জীবনযাপন করতে হবে। এছাড়াও তিনি বিয়ের মোটা অংকের কাবিন ও দেনমোহর পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নূ.আ.ম বদরুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা নূরুল আমিন ও মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আকতার গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ আকতার সিআইপি, আলহাজ্ব ওসমান তালুকদার, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম ও আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে মিলাদ মাহফিলের মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে এবং আমিরাতের শাসকদের জন্য দোয়া করা হয়।