সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মহানবীর নির্দেশিত বিধান থেকে দূরে সরে যাওয়ায় বিশ্বের মুসলমানগণ নির্যাতিত হচ্ছে —আল্লামা আবুল কাশেম নূরী

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০১৯

॥আবুধাবী থেকে ওবায়দুল হক মানিক॥ আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ এবং মাদক ও যৌতুক প্রথা বিরোধী আন্দোলনের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, মহানবী(সাঃ) এর জীবনাদর্শ ও তার নির্দেশিত বিধান থেকে দূরে সরে বলে সারা বিশ্বের মুসলমানগণ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে।
গত ২রা আগস্ট বাদ মাগরিব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর একটি রেস্টুরেন্টে তাকে দেয়া সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আবুল কাশেম নূরী আরও বলেন, মাদক ও যৌতুক ইসলামী শরীয়ত মোতাবেক হারাম ও নিষিদ্ধ। বাংলাদেশের প্রচলিত আইনেও তা অপরাধ। সূতরাং সমাজের প্রতিটি স্তরে মাদক ও যৌতুক প্রথা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক অবক্ষয়ের থেকে রক্ষা পেতে কোরআন-হাদীসের আলোকে জীবনযাপন করতে হবে। এছাড়াও তিনি বিয়ের মোটা অংকের কাবিন ও দেনমোহর পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নূ.আ.ম বদরুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা নূরুল আমিন ও মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আকতার গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ আকতার সিআইপি, আলহাজ্ব ওসমান তালুকদার, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম ও আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে মিলাদ মাহফিলের মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে এবং আমিরাতের শাসকদের জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!