॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গতকাল ৩০শে জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বালু ভর্তি ডাম্প ট্রাকের চাপায় এক ভ্যান চালক ও এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ভর্তি ডাম্প ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-১৮০৪) বালিয়াকান্দির আঞ্চলিক সড়ক দিয়ে মাগুরার দিকে যাচ্ছিলো। আনন্দবাজার এলাকায় হাবিবুল্লাহ মার্কেট এলাকায় বাম পাশের একটি সড়ক থেকে প্লাটিনা ১০০ সিসির একটি মোটর সাইকেল (রাজবাড়ী-হ-১১-৬৩৩৩) আঞ্চলিক সড়কে ওঠার সময় ট্রাকের নীচে চাপা পড়ে। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে মোটর সাইকেল ও ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যান চালক ইসলাম শেখ(৫০) ও মোটর সাইকেল চালক জামাল মন্ডল(৪৫) মারা যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ভ্যান চালক ইসলাম শেখ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া গ্রামের হাচেন শেখের ছেলে এবং মোটর সাইকেল চালক জামাল মন্ডল একই উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ‘স্থানীয় জনগণ ঘাতক ট্রাক ও ট্রাকটির চালক পিকুল শেখ (২৪)কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পিকুল শেখ মাগুরা জেলা সদরের সিরিষদিয়া গ্রামের আঃ সালাম শেখের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ ২টি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী আফিসার ইশরাত জাহান এবং মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়কে বালুভর্তি ডাম্প ট্রাকের চলাচল ব্যাপক বেড়েছে। এতে প্রায়ই দুর্ঘটনার পাশাপাশি ভেঙ্গেচুরে সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চলাচলের সময় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।