॥স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নতুন ও পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আধুনিক ডিজিটাল প্লাটফর্মের ওপর গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী গতকাল ২৬শে জুলাই ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে শালথা, চরভদ্রাশন ও আলফাডাঙ্গার নবনির্মিত ৩টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও মুজিব নগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রকে আধুনিকভাবে সাজানো হবে। আগামী বছর থেকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১৫হাজার টাকা এবং বছরে ৫টি বোনাস প্রদান করা হবে।
তিনি বলেন, যে সকল স্থানে সম্মুখ যুদ্ধ হয়েছে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সকল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের নামের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের নামও উল্লেখ থাকবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউ দ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে.এম জাহিদুল হাসান, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন এবং ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।
মন্ত্রী এর পূর্বে দুই কোটি একান্ন লাখ টাকা ব্যয়ে আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং দুই কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে নির্মিত চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন ঘোষণা করেন।