রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাল ভবন সংরক্ষণ ও সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল ১৩ই জুলাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন কমিটির রাজবাড়ীর নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও আলহাজ্ব কাজী কেরামত আলী সকলকে সাথে নিয়ে বিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।
একই দিন ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন কমিটির সহ-সমন্বয়কারী আসম মহিতুজ্জামান বেলাল স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐহিত্যবাহী লাল ভবনটিকে অক্ষুন্ন রেখে বিদ্যালয়ের উন্নয়নের কাজ করা হবে এবং লাল ভবনের পাশেই নির্মিত হবে ১০তলা একাডেমিক ভবন এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া লাল ভবনটিকে কিভাবে সংস্কার করা যায় তা পরবর্তীতে বসে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে নেয়া হবে।
সভায় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ছাড়াও ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর সমন্বয়কারী চিত্র শিল্পী অধ্যাপক মনসুর উল করিম, রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডঃ গণেশ নারায়ণ চৌধুরী, বিদ্যালয়র প্রধান শিক্ষক, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন -প্রেস বিজ্ঞপ্তি।