॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজবাড়ী পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর ঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১১ই জুলাই সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কালেক্টরেটের আ¤্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এবং নবাগত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম।
অন্যান্যের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কনসালটেন্ট ডাঃ আব্দুল কুদ্দুস, বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ, এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ভাস্বতী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, বিভিন্ন সরকারী দপ্তর ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উপলদ্ধি করে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১১ই জুলাইকে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের দেশ একটি জনবহুল দেশ। সুতরাং এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রেখে আমাদের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন সাধন করা গেলে তবেই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। সেই লক্ষ্য পূরণে আমরা ইতিমধ্যেই জাতিসংঘ ঘোষিত এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার কাজ করছি। আর এই লক্ষ্য পূরণ করতে একটি/দুইটির বেশী সন্তান নেয়া যাবে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জনসম্পদে পরিণত করতে হবে। তবেই বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ, উন্নত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তর করা সম্ভব হবে।
আলোচনা সভার শেষে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠ মাঠকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়।