॥শাহ ফারুক হোসেন॥ মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকারের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, অন্যান্যের মধ্যে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল ওহাব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মুনসুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের আলী, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শান্তা রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদুল আলম, মধুখালী থানার ওসি মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণ ছাড়াও জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করেন এবং আদিবাসীদের মধ্যে বিভিন্ন অনুদান ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে খেলার উপকরণ ফুটবল বিতরণ করেন। এছাড়াও জেলা প্রশাসক মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাব পরিদর্শন করেন।