॥আশিকুর রহমান॥ রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম(৬৫) এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
গত ৮ই জুলাই ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন শামসুল আলমের হাতে কাজী ইরাদত আলীর দেয়া ২৫হাজার টাকা তুলে দেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
এ বিষয়ে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি বলেন, শামসুল আলম ডায়াবেটিক ফুট আলসার রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এই খবর শোনার পর শামসুল আলমের চিকিৎসার জন্য আমাদের কাছে ২৫ হাজার টাকা দেন। আমরা সেই টাকা তার কাছে হস্তান্তর করেছি।
আওয়ামী লীগ নেতা শামসুল আলম মোবাইল ফোনে মাতৃকণ্ঠকে বলেন, আমার অসুস্থতার খবর জানার পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী আমার পাশে দাঁড়িয়েছেন-আর্থিক সহযোগিতা করেছেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও আমাকে দেখতে হাসপাতালে এসেছেন। তারা সবসময় আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ জন্য আমি ও আমার পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা শামসুল আলমের বিষয়ে গতকাল ৮ই জুলাই দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় ‘রাজবাড়ীতে আ’লীগ নেতা শামসুল আলমের দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন না দলীয় নেতৃবৃন্দ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।