॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
বহরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের আয়োজনে গতকাল ৫ই জুলাই দিনব্যাপী ইসলামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক (রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সাবেক মেডিকেল অফিসার) ডাঃ আব্দুল্লাহ্-আল-সাইফ।
সংগঠনের আহ্বায়ক হেলাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা প্রদানকারী ঢাকার মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক রাসেল আহমেদ ভূইয়া রিয়েল, একই হাসপাতালের চিকিৎসক আবুল কাসেম সেতু ও আল-মোস্তাকিম বিল্লাহ, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল হাসান এবং বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সৈয়দ শফিক তমাল, সাংবাদিক আতিয়ার রহমান আতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যগণসহ স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ডাঃ আব্দুল্লাহ্-আল-সাইফ বলেন, রোগ-ব্যাধি থেকে বাঁচতে হলে সুস্থ্য জীবন-যাপন করতে হবে। আজে-বাজে খাবার ও খারাপ অভ্যাস পরিহার করতে হবে। ধূমপান ও মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত শরীরচর্চা করতে হবে।
তিনি উপস্থিত স্বাস্থ্য সেবা প্রদানকারী চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, গরীব-দুস্থ মানুষের অনেকেরই স্বাস্থ্য সেবা গ্রহণের সামর্থ্য নেই। এ জন্য আপনারা যদি সপ্তাহের অন্ততঃ ১টি দিন নিজ নিজ এলাকায় এভাবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন তাহলে অসহায় সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। এ সময় তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, আমি বিগত ৫বছর ধরে নিয়মিতভাবে প্রতি শুক্রবার বালিয়াকান্দিতে বিনা ফি’তে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেই। আপনারাও আমার মতো সেবা দিলে গরীব-দুঃখী মানুষের অনেক উপকার হবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ডাঃ আব্দুল্লাহ্-আল-সাইফসহ অন্যান্য চিকিৎসকগণ দিনব্যাপী ৫শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।