সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাসুম রেজাকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ৩০শে জুন বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটসের সম্পাদক ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্প রাণী রায়, সহকারী কমিশনার ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মজিদ, সহকারী কমিশনার ও নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, সহকারী কমিশনার ও তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মুরাদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস.এম জাহাঙ্গীর, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিন, ধর্মতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র বাছাড়, নলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ভৌমিক, উপজেলা স্কাউট লিডার নিমাই চন্দ্র মন্ডল ও উপজেলা কাব স্কাউট লিডার হরষিত ঘোষসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের কার্যক্রম রাজবাড়ী জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। সময়ের অভাবে ২টি প্রোগ্রাম সম্পন্ন করতে পারিনি। পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার এসে তা বাস্তবায়ন করবেন। তিনি বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!