॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ১২জন অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
গত ২০শে জুন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম তার অফিস কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খন্দকার আবু জালাল এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুশল কুমার রাহাসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মহতী উদ্যোগকে কালুখালী উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছেন।