॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল ২০শে জুন বিকেল থেকে শুরু হয়েছে একমাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
বিকেল সাড়ে ৫টায় ফিতা কেটে এবং বেলুন ও কবুতর উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি অরুপ দত্ত হলি ও পৌর কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু প্রমুখ উপস্থিত ছিলেন।
একমাস ব্যাপী এ মেলার আয়োজন করেছে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। আর সার্বিক সহযোগিতায় রয়েছেন বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেড।