॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর যুগ্ম-সচিব পদে পদোন্নতি ও বদলী উপলক্ষে জেলা অফিসার্স ক্লাবের আয়োজনে গতকাল ২০শে জুন বিকেল সাড়ে ৬টায় সংবর্ধনা অনুষ্ঠান কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সভাপতি ও বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, জজ কোর্টের জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আঃ রশিদ মন্ডল, এনএসআই’র সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, জেল সুপার আনোয়ারুল করিম, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, যে কোন সরকারী কর্মকর্তাকে চাকুরী জনিত কারণে বদলী হতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। এক স্থানে দীর্ঘদিন থাকার পর বদলী হলে সেটি অত্যন্ত বেদনাদায়ক হয়। তবে পদোন্নতির কারণে আমার বদলীর মধ্যে আনন্দ ও বেদনা দু’টিরই সংমিশ্রণ রয়েছে। প্রশাসনিক ক্যাডারে অনেক কর্মকর্তা থাকলেও জেলা প্রশাসক হিসেবে মাঠ পর্যায়ে জনগণের সাথে কাজ করার সুযোগ অনেক কম কর্মকর্তারই হয়ে থাকে। আমার এই সুযোগ হওয়াতে আমি আমার মেধা, দক্ষতা ও সততা দিয়ে রাজবাড়ীতে ২বছরের অধিক কর্মকালীন সময়ে যতটুকু পেরেছি জেলার সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। জেলা প্রশাসক জেলার সকল দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। সেই হিসেবে একজন জেলা প্রশাসক একটি জেলায় বেশী দিন থাকেন না। আবার সরকারী কর্মকর্তাদের পদোন্নতির ধারাবাহিকতার কারণে এক জায়গায় বেশী দিন কাজ করার সুযোগ থাকে না। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে এ জেলায় অনেকদিন কাজ করার সুযোগ পেয়েছি। এ জেলায় যোগদানের পর আমি পদ্মা নদীর ভাঙ্গন ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করেছি। যার কারণে আজকে নদী ভাঙ্গন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে গ্রীড সাব-স্টেশনসহ অকাঠামোগত ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।
এ ছাড়াও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাপ ধাপে সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ যাতে সঠিকভাবে দ্রুততার সাথে সঠিক সময়ে বাস্তবায়িত হয় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থেকেছি। সর্বোপরি আমার কর্মকালীন সময়ে জেলার সাধারণ মানুষের উন্নয়নে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমি আশা করবো আমার উত্তরসুরী যিনি জেলা প্রশাসক হিসেবে আসবেন তিনিও আমার এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি আরও বেশী আনন্দিত হবো যখন আমি জানবো আমার উত্তরসুরীকে জেলার সকল কর্মকর্তা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সহযোগিতা করছেন। আজকে সবাই বক্তব্যে আমাকে যেভাবে প্রশংসা করেছেন আমি ততটা প্রশংসা পাওয়ার যোগ্য নই। রাজবাড়ী জেলায় কর্মকালীন সময়ে আমার কাজের কোন ব্যর্থতা থাকলে সেটি একান্তই আমার আর সফলতা থাকলে তা সামগ্রিকভাবে সবার। কর্মকালীন সময়ে আমার আচরণে বা কথাবার্তায় কেউ কোন কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিদায় বেলায় আমি সকলের কাছে দোয়া প্রার্থী। সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। যতদিন বাঁচি ততদিন যেন মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।
পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য বক্তাগণ জেলা প্রশাসক হিসেবে মোঃ শওকত আলীর কর্মকালীন সময়ে জেলার সমন্বয়ক হিসেবে বিভিন্ন সরকারী বিভাগের সাথে অত্যন্ত আন্তরিকতা, সততা, বিচক্ষণতা ও সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য তার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে তিনি যেখানেই থাকুন না কেন রাজবাড়ী জেলার মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।