॥মইনুল হক মৃধা॥ যুগ্ম-সচিব হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
গোয়ালন্দ উপজেলা পরিষদের ব্যানারে বিদায় সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম সফি প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় বিদায়ী জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, স্মারক উপহার পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলী তাঁর দুই বছরের নানা কর্মকান্ড তুলে ধরেন। সেই সাথে তাঁর এই জেলায় কর্মময় সময়কালীন সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।