॥এম.এইচ আক্কাছ॥ গতকাল ১৬ই জুন দুপুরে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসার পথে কাজী কেরামত আলী ফেরীর একজন যাত্রীকে অজ্ঞান করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফেরীর যাত্রীরা মলম পার্টির এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ তাকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর নিকট হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১মাসের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন। দন্ডিত মলম পার্টির সদস্যের নাম ইমরান হোসেন মারুফ(২৫)। সে মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই সনাতন বৈরাগী জানান, কাজী কেরামত আলী নামের ফেরীতে নদী পার হওয়ার সময় ফরহাদ(৩৫) নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে তার মালামাল লুটে নেয়ার চেষ্টা করে মলম পার্টির সদস্যরা। এ সময় অন্য যাত্রীরা টের পেয়ে ইমরান হোসেন মারুফ নামে মলম পার্টির এক সদস্যকে আটক করে পুলিশে দেয় এবং অজ্ঞান হওয়া ব্যক্তিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অজ্ঞান হওয়া ফরহাদ মাগুরা সদর উপজেলার সত্যজিৎপুর গ্রামের আবু হাসেমের ছেলে। পরে আটককৃত ইমরান হোসেন মারুফকে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দেয়।