॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৬ই জুন বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী, সিনিয়র স্টাফ নার্স মল্লিকা বানু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, রতনদিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট দিনে সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, ক্যাম্পেইনে উপজেলার ৬-১১ মাস বয়সী ২ হাজার ১৭৪ জন শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার ২০০ জন শিশুকে ২টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার মোট ১৭০টি কেন্দ্রে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ।