সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নবাবপুরে ছোট ভাইকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০১৯

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামে ছোট ভাইয়ের পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে তাকে নির্যাতন করেছে বড় ভাই।
গতকাল ১৬ই জুন বিকালে গিয়ে দেখা যায়, বড়ইচরা গ্রামের আবু মিয়ার ছেলে সাদেকুল মিয়া (২০)কে মারপিট করে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার বড় ভাই ফারুক মিয়া(২৫)। এ সময় সাদেকুল মিয়া বলেন, আমি ট্রাকে হেলপারি করি। দুপুরে আমি কাজে যাওয়ার জন্য বাড়ীতে টাকা চাইলে বড় ভাই ফারুক আমাকে মারপিট করে। আমি বাধা দিলে আমাকে জোরপূর্বক শিকল দিয়ে বেঁধে রেখেছে।
এ বিষয়ে ফারুক মিয়া বলেন, সাদেকুল মাদকে আসক্ত হয়ে নেশার টাকার জন্য বাবা-মাকে মারপিট করাসহ বাড়ী-ঘর ভাংচুর করে। তাকে চিকিৎসা করাতে হবে। সে যেন বাড়ী থেকে পালাতে না পারে তাই আমি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।
ফারুক মিয়ার পিতা আবু মিয়াও তার বক্তব্য সমর্থন করে বলেন, সাদেকুল নেশার টাকার জন্য বাড়ীতে অশান্তি করে। কয়েকদিন আগে ট্রাকের হেলপারের কাজ থেকে বাড়ী এসে ১লক্ষ টাকা দাবী করে। আজ দুপুরে ফের টাকার জন্য অশান্তি করলে ফারুক তাকে শিকল দিয়ে বেঁধে রাখে।
এ সময় সাংবাদিকের উপস্থিতি দেখতে পেয়ে কিছুক্ষণ পর সাদেকুলের মেঝ ভাই ও বোন জামাই এসে তার পায়ের শিকল খুলে বোন জামাইয়ের বাড়ীতে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!