বুধবার, ২১ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে—জেলা প্রশাসক শওকত আলী

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী বলেছেন, আগামী ১৮ই জুন কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন শতভাগ নিরপেক্ষ, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কোন প্রার্থীর এজেন্ট বা যে কেউ সমস্যা সৃষ্টির চেষ্টা করলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই জুন দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে এতে কোন প্রকার সন্দেহ নেই। আমিও আইনের বাইরে নই। আমিও যদি নির্বাচনের কাজে অবহেলা করি তাহলে আমাকেও আইনের আওতায় আসতে হবে। রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে আমি সততা ও সাহসিকতার সাথে কাজ করেছি। এখনো যে ক’দিন আছি একইভাবে কাজ করে যাব। কোন কিছু দেখে ভয় পাব না। নির্বাচন সঠিকভাবে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করার তা করা হবে। কোন প্রার্থী, কার কত ক্ষমতা সেটা আমরা দেখবো না- দেখার সুযোগও নেই। যদি সাহস থাকে তাহলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আসবেন। দেখবেন আপনার পরিস্থিতি কি হয়। ফলাফল কত কঠিন ও ভয়াবহ হয়। তিনি সবাইকে নির্বাচনের কাজে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম বলেন, রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এই নির্বাচন শতভাগ সঠিক করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন প্রকার অন্যায় মেনে নেওয়া হবে না। সাধারণ ভোটারগণ যাতে মনের আনন্দে ভোট দিতে পারে তার জন্য যা কিছু করা প্রয়োজন জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে। পুলিশ যথাযথভাবে ভোটারদের নিরাপত্তা প্রদান করবে।
তিনি প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনের আগে এবং পরে কোন প্রকার সহিংসতা করলে তার পরিনতি মোটেও ভালো হবে না। অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রয়োজনে গুলি করা হবে।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, কালুখালী উপজেলা নির্বাচন ত্রুটিমুক্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটারগণ ভোট কেন্দ্র থেকে নিজের ভোট না দিয়ে বাড়ী যাবে না। কোনভাবেই একজনের ভোট অন্যজনে দেওয়ার সুযোগ পাবে না। যদি কেউ জাল ভোট প্রদানের চেষ্টা করে তার অবস্থা হবে ভয়াবহ।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী ও আনারস প্রতীকের প্রার্থী টিটো চৌধুরীর সমর্থকরা প্রতি রাতে তান্ডবলীলা চালাচ্ছে। আমার কর্মী-সমর্থকদের নির্বাচনী কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে আমার জয়-পরাজয় যাই হোক না কেন আমি মাথা পেতে নিব কিন্তু কোন প্রকার অনিয়ম মেনে নেব না। নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, ইউসুফ মেম্বার, সাওরাইলয়ের জিরুল, মীর কাশেম, পিকুল, কালিকাপুরের নবাব চেয়ারম্যান, লাবু, সোহেল, সোহাগ এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ ভোটাররা ভয়ে আছেন। এ জন্য দু’একদিনের মধ্যেই মাইকিং করে জানান দিতে হবে যে নির্বাচন শান্তিপূর্ণ হবে।
তিনি জেলা প্রশাসকসহ মতবিনিময় সভায় উপস্থিত সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চান।
মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, নির্বাচনের শুরু থেকেই আনারসের প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটোর কর্মী-সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের উপর নানাভাবে নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করছে। প্রচার মাইক, পোস্টার কেড়ে নেয়া হচ্ছে। হুমকি দিয়ে বলছে প্রচার মাইক বা পোস্টার নিয়ে কালুখালী রেললাইন পার হওয়া যাবে না।
তিনিও জেলা প্রশাসকসহ মতবিনিময় সভায় উপস্থিত সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে একটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চান।
আনারস প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী আলীউজ্জামান চৌধুরী টিটো বলেন, দুই প্রার্থী আমার ও আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ করলেন তা সঠিক নয়। কে কোন শ্রেণীর মানুষ তা সাধারণ ভোটাররা জানেন। সাধারণ মানুষ আমাকে ভালোবেসেছে বলেই আজ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন করছি।
সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, জেলা আনসার ও ভিডিপির এডজুটেন্ট আহসান উল্লাহ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা এবং উপজেলা নির্বাচন অফিসার(চঃ দাঃ) ও উপজেলা নির্বাচনের সহকারী নির্বাচন অফিসার মোঃ আঃ আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পঞ্চম ও শেষ ধাপে আগামী ১৮ই জুন রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!