॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বোরকা পড়ে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত আসামী শিল্পী বেগম (৪০) ও গোলাম রায়হান সেতু (২২)কে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল ১৩ই জুন রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন। এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই এনছের আলী ৭দিনের রিমান্ড আবেদনকে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সুত্রে জানা যায়, গত ১২ই এপ্রিল দুপুরে খানখানাপুর বাজার থেকে রিক্সাযোগে বাড়ীর ফেরার পথে অজ্ঞাত ৪জন যুবক ওই ছাত্রীর পথ রোধ করে। এরপর তারা তাকে টেনে হেছড়ে রিক্সা থেকে নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক মোবাইল দিয়ে অশ্লীল ছবি তোলে। পরবর্তীতে শিল্পী বেগম ওই অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছে ২লক্ষ টাকা দাবী করে আসছিল। টাকা না পেয়ে শিল্পী বেগম ও তার সহযোগিরা ক্ষিপ্ত ছিল।
গত ৩রা জুন দুপুরে শিল্পী বেগমসহ অজ্ঞাত ২জন জানালা দিয়ে ডেকে তাকে বাড়ী থেকে বের করে নিয়ে আসে। এরপর তারা তাকে ভান্ডারিয়া গ্রামে রাজু নামে এক ছেলের বাড়ীতে নিয়ে যায়। রাজুর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। ওই বাড়ীতে নেয়ার পর তারা তাকে রাজুর পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা এনে তাদেরকে দেয়ার জন্য বলে তারা চলে আসে। এ ঘটনার পর রাজুর পরিবারের লোকজন তাকে শিল্পীর বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা শিল্পীর বাড়ী থেকে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। এ ঘটনার পর গত ৫ই জুন সকালে ওই ছাত্রী বসতবাড়ী সংলগ্ন পুকুর ঘাটে গোসল করে ফিরে আসার পথে অজ্ঞাত একজন গাবগাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে খানখানাপুর বাজারে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়।
সর্বশেষ গত ৬ই জুন দুপুরে ৪জন বোরকা পরিহিত ব্যক্তি বাড়ির বারান্দা থেকে তাকে তুলে বাড়ির পিছনে বাবলে সাহার পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা তার হাত, মুখ ও চোখ বেধে শরীরে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে গোংড়ানির শব্দে তার মা টের পেয়ে লোকজনসহ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। শরীরে আগুন লাগার পর সে কাদামাটিতে গড়াগড়ি করলে প্রাণে রক্ষা পায়। এরপরও তার শরীরে কয়েক জায়গায় পোড়া জখম হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ৮ই জুন রাজবাড়ী থানায় শিল্পী বেগমসহ অজ্ঞাত ৪জনকে আসামী করে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/ ৪ (১)৩০ তৎসহ পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ৮(২) তৎসহ ৩৪১/৩২৩/৩০৭ পেনাল কোর্ড ধারায় মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১১।
মামলার প্রেক্ষিতে গত ৯ই জুন মামলার প্রধান আসামী পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মিজির স্ত্রী শিল্পী বেগম (৪০)সহ রাস্তাডাঙ্গা গ্রামের মৃত গোলাম নবী বাবলুর ছেলে গোলাম রায়হান সেতু (২২)কে পুলিশ গ্রেফতার করে।