॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ও কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক প্রাক্তন গণপরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেনের সহধর্মিনী মোছাঃ মোনাক্কা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১২ই জুন বাদ আসর আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফ বড় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে মরহুমার জ্যেষ্ঠ পুত্র সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং মেঝ পুত্র রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তারা মরহুমা মোনাক্কা বেগমের জীবনের উপর আলোকপাত করেন এবং তার রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বড় মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহজাহান।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান ও জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম পিন্টুসহ মরহুমার পরিবারের সদস্যগণ, আত্মীয়-স্বজন, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মুসল্লীগণ এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোছাঃ মোনাক্কা বেগম বিগত ২০১২ সালের ১২ই জুন রাত ১১টায় রাজধানী ঢাকার এ্যাপোলো হসপিটালে কিডনী, হার্ট, ডায়াবেটিকস রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নাইল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার রয়স হয়েছিল ৭৯বছর। মৃত্যুকালে তিনি ৪কন্যা ও ৭পুত্রসহ নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।