॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের গতকাল ১২ই জুন দুপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডাঃ আঃ রহিম মোল্লা, অন্যান্যের মধ্যে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষা শামীমা আক্তার মিম, তামান্না করিম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আগামী দুই বছরের মধ্যে রাজবাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। কোন স্কুলেই শিক্ষার্থীদের বসার জায়গার সমস্যা হবে না। জননেত্রী শেখ হাসিনা নারীদের সবচেয়ে বেশী মর্যাদা দিয়ে থাকেন, নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি বিদ্যালয়েই অন্ততঃ দু’একটি করে কারিগরি ট্রেড চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় মোট ৫৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে বই উপহার দেয়ার পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী কেরামত আলী উৎসাহ দেয়ার জন্য প্রত্যেককে ৫শত টাকা করে প্রদান করেন।