॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১১ই জুন রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে ৯৯৭ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের মৃত সামাদ মাতব্বরের মেয়ে তাহমিনা আক্তার(৪০), পূর্ব খাবাশপুর তালতলা মাঠ এলাকার আবুল কাশেম মৃধার ছেলে জামাল মৃধা(৩২) এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শেলকোনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সেলিম হোসেন(৩২)। উদ্ধারকৃত ফেনসিডিল ও জব্দকৃত প্রাইভেট কারসহ তাদেরকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দপূর্বক র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃতরা যশোর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলের চালান এনে ফরিদপুরসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করতো। গোয়েন্দা সূত্রে ফেনসিডিলের একটি চালান আনার সংবাদের ভিত্তিতে ১১ই জুন রাতে র্যাবের একটি টিম ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট আরোহী ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পার্শ্ববর্তী ফারহানা ভিলা নামের বাড়ীর এককি ফ্লাট থেকে আরও ৮৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।