॥কোলকাতা প্রতিনিধি॥ ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বান্দোয়ানের আদিবাসী স্কুল ছাত্রী মণিকা মাহাতো’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কোলকাতায় প্রতিবাদী মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী জনজাতি কুড়মি সমাজের সহযোগিতায় জঙ্গল মহল উদ্যোগের আয়োজনে গত ৯ই জুন বিকালে এই প্রতিবাদী মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। রবীন্দ্র সদনের পার্শ্ববর্তী রানুছায়া মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উই আর কমন পিপলসহ বিভিন্ন সংগঠন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই প্রতিবাদী মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পুরুলিয়ার বান্দোয়ানের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মণিকা মাহাতো গত ৩রা মে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। গত ১০ই মে স্থানীয় একটি জঙ্গলের মধ্যে মাটিচাপা দেয়া অবস্থায় মণিকার ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে জানা যায়, মণিকার গায়ের ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। তার দেহে কামড়ের দাগও ছিল। ভারী কিছু দিয়ে তার শরীরের হাড়গুলো পর্যন্ত ভেঙ্গে দেয়া হয়। খুনের আগে তার উপরে নির্যাতন চালানো হয়। এমনকি তার লাশ পোড়ানোরও চেষ্টা করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ সন্দেহবশত মণিকার দু’জন সহপাঠীকে গ্রেফতার করেছে।