সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মৌরাট ইউপির তেলিগাতি গ্রামে ইফতার মাহফিল

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির তেলিগাতি গ্রামে গতকাল ৩রা জুন মৌরাট ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রইচ উদ্দিন মিয়ার বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পরানপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আতাউল্লাহ শামীম, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেকক ও বাবুপাড়া ইউপির মেম্বার মোঃ আবুল হাশেম, জামাল উদ্দিন বিশ্বাস, মসলেম উদ্দিন শিকদার, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন উপস্থিত ছিলেন।
মোঃ রইচ উদ্দিন মিয়া, মোঃ রেজাউল করিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও কুয়েত প্রবাসী মোঃ রফিকুল ইসলাম মিয়া আমন্ত্রিত অতিথিদের দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত জানান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ওবায়দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!