সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার পরিচিতি সভা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০১৯

॥জীবন চক্রবর্তী॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গত শনিবার দোয়া, ইফতার মাহফিল ও বন্ধুসভার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ বাজার বেবি ফার্মেসীর তৃতীয় তলায় অবস্থিত প্রথম আলো প্রতিনিধি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা।
সভার শুরুতে বন্ধুসভার সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি ও সহ-সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মন্ডলের কণ্ঠে হাম ও নাত পরিবেশিত হয়। বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলনের সঞ্চালনায় হাম ও নাত পরিবেশন শেষে বন্ধুসভার উপদেষ্টা ম-লীর সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, সম্পাদকম-লীর সাবেক এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দসহ সকল সদস্য উপস্থিত হলে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি, বন্ধুসভার প্রধান সমন্বয়কারী এম রাশেদুল হক রায়হান।
এ সময় তিনি নবগঠিত কমিটি-২০১৯ এ সকল সদস্যকে উপস্থিত সকলের মাঝে পরিচয় তুলে ধরেন। সেই সঙ্গে প্রথম আলো বন্ধুসভা কি? বন্ধুসভা কি ধরনের কর্মকা- করে থাকেন তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেন।
অনুষ্ঠান চলাকালীন সভায় উপস্থিত হন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, সাবেক বিদ্যালয় পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ফকীর নুরুজ্জামান, রাজবাড়ী পিটিআই’র পরিদর্শক মফিজুল ইসলাম তানসেন, প্রকৌশলী ফকীর আব্দুল মান্নান, বন্ধুসভার উপদেষ্টা ও গোয়ালন্দ ভিক্টর ফিডস লিমিটেড এবং গোয়ালন্দ ভিক্টর ব্রিডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন, উপদেষ্টা আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সিদ্দিক মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, সম্মানিত সদস্য মোস্তফা মেটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মোঃ সেলিম মুন্সি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাবলু, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার কাজী টেলিকম এর সত্বাধিকারী কাজী হাবিব, নেদারল্যান্ড প্রবাসী বন্ধু কামাল হোসেন, বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, শেখর আহম্মেদ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তী, পাঠচক্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সফিক মন্ডল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডাঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক এসএম নুরুল ইসলামসহ বন্ধু বেলায়েত হোসেন, নাজমুল হাসান, আকাশ সাহা, ফিরোজ আহম্মেদ, সামছুল হক, এনামুল হক লিটন, সাইফুল ইসলাম, সাবরিনা আক্তার, অবনি আক্তার, আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রীতি অনুযায়ী বন্ধুসভার নবগঠিত কমিটির সকলকে শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল। শপথবাক্য পাঠ শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, বন্ধুসভার উপদেষ্টা তরুণ শিল্পপতি রুহুল আমিন, সম্মানিত সদস্য সেলিম মুন্সি, বন্ধুসভার সাবেক সভাপতি রমেশ কুমার আগারওয়ালা প্রমূখ।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন কামরুল ইসলাম ডিগ্রী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ। সব শেষে বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সভায় অতিথির বক্তব্যে ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, ‘ভালোর সাথে আলোর পথে’ প্রথম আলো এ শ্লোগানকে ধারণ করে তার পত্রিকা প্রকাশনার পাশাপাশি প্রতিদিন বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। আমি মনে করি সরকারের পাশাপাশি এ ধরনের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বা সংগঠন যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশ কখনই পিছনের দিকে যাবে না। আরো বহুদূর সামনে অগ্রসর হবে।
তিনি প্রথম আলোর উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, আগামীতে প্রথম আলোর এ অগ্রযাত্রার তিনিও একজন সাথী হতে চান। ভালো কাজের সাথে সব সময় থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!