॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজিব ফকীরের উদ্যোগে গতকাল ১লা জুন বিকালে গৌরিপুর এলাকার নিজ বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস।
সজিব ফকীরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন শহীদওহাবপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি ও বড়নূরপুর ঢাকাইয়া পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম। ইফতার মাহফিলে ইউনিয়নের প্রায় দুই সহ¯্রাধিক রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন।