॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ২৯শে মে পাংশা বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আইসক্রীমে অননুমোদিত রং ও ঘনচিনি ব্যবহার করায় পিপাসা আইসক্রীম ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৫২ ধারায় ২০ হাজার ও ৩হাজার টাকা করে মোট ২৩হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় গরুর মাংস প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ইকরাম মাংস ভান্ডারকে একই আইনের ৪৩ ধারায় ৩হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ক্ষতিকর আইসক্রীম তৈরী ও অবৈধভাবে মাংস প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ জব্দ করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়।
জেলা ও পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।