॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলার সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনার হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ গতকাল ২৮শে মে সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চেীধুরী, অন্যান্যের মধ্যে এনডিসি মোঃ রফিকুল ইসলাম, সদর হাসপাতালের সহকারী সার্জন ডাঃ সরোয়ার জাহান মোঃ জোহেব, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক্ষ মাওলানা মোস্তফা সিরাজুল কবির, ভাজনচালা জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ, হাব-এর প্রতিনিধি মাওলানা ইলিয়াস মোল্লা ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ্ব ফরজ। হাদীসে বলা আছে, যে ব্যক্তি হজ্ব করলো সে শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। হজ্বের টাকার মধ্যে অবৈধ বা হারাম টাকা থাকলে হজ্ব কবুল হবে না। হজ্ব করার পর কখনো নিজেকে বড় মনে করবেন না। মনে রাখবেন সকল মুসলমানই সমান মর্যাদা সম্পন্ন। মন থেকে কুসংস্কারসহ খারাপ সকল কিছু পরিহার করতে হবে। হজ্বের নিয়ম-কানুন সম্পর্কে অনেকেই বিভ্রান্তির শিকার হন। সে কারণে হজ্বের আগে বিধি-বিধানগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নিয়ম-কানুন ভালোভাবে জানা থাকলে হজ্বে গিয়ে কোন সমস্যায় পড়তে হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চেীধুরী বলেন, হজ্ব করা কষ্টকর কিন্তু ঐখানে গেলে আল্লাহ্ হজ্বকে সহজ করে দেন। মনে হবে এটা করা অসম্ভব কিন্তু সেখানে গেলে দেখবেন সেটা সহজ হয়ে গেছে। আপনারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে হজ্ব পালন করতে যাচ্ছেন, তাই সুন্দরভাবে হজ্ব পালন করবেন-এটাই আমরা আশা করি। আপনারা সুষ্ঠুভাবে হজ্ব পালন করে ভালোভাবে দেশে ফিরে আসবেন সেই দোয়া করি।