সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২৭শে মে ধামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ‘ভবে বাঁধলাম ঘর’ ও ‘জীবন সাথী’ কাব্যগ্রন্থের লেখক কবিরতœ উপাধিপ্রাপ্ত হাজী আব্দুল করিম মাস্টার এবং আড়কান্দী শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ও সাংবাদিক আকরাম হোসেনের স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, কাব্য পাড়ের সেতু গ্রন্থের লেখক ও বাবুপাড়া ইউপির মেম্বার মোঃ আবুল হাশেম, মরহুম হাজী আব্দুল করিম মাস্টারের পুত্র মোঃ আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় নবীন-প্রবীন লেখকদের উৎসাহ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাশিদা ইয়াসমীন, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহাঃ শাহাদত আলী, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, পরানপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, পাংশা সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান মিনান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি হাজী মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম শরিফুল হুদা সাগর মাস্টার, নিউরো ক্লিনিকের মালিক তৌফিক হাসান লিমন, রাঁধুনী রেস্টুরেন্টের মালিক আমিরুল ইসলাম ইকু, বিলচত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াত আলী, প্রেমটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহানুল হক জুয়েল মাস্টার, ভুরকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসেন, সাংবাদিক মোঃ শাহিনুর রহমান ও কাজী ছাব্বির হোসেন শিমু, লেখক উত্তম মিত্র, ষড়জিৎ বিষ্ণু শ্যাম ও ফিরোজ মাহমুদ মুক্তার, পাংশার কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের পরিচালক মোঃ আবু বক্কার, পাংশা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহবায়ক ও জনতা লাইব্রেরীর মালিক মোঃ রেজাউল করিম, ছাত্রবন্ধু লাইব্রেরীর মালিক আব্দুর রশিদ খান, বইমেলা লাইব্রেরীর মালিক জাহাঙ্গীর আলম, খান বুক হাউজের মালিক মোঃ আইয়ুব খান, ইমদাদীয়া লাইব্রেরীর মালিক আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!