সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাগমারার শহীদ লেঃ ডাঃ নুরুল ইমাম সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার শহীদ লেঃ ডাঃ নুরুল ইমাম সরকারী প্রাথামিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭মে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার ফলাফল ঘোষণা করেন। অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরীতে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল ১৫৩ জন।
নির্বাচনে খোন্দকার সোহান আম প্রতীকে ১৩১ ভোট পেয়ে প্রথম, জহুরুল সিকদার ছাতা প্রতীকে ১২৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং মহিলাদের মধ্যে শাম্মী আক্তার চেয়ার প্রতীকে ১১৪ ভোট পেয়ে প্রথম ও রিক্তা আক্তার তালা প্রতীকে ১০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়ে নির্বাচিত হন।
পরাজিতদের মধ্যে মহিউদ্দিন বই প্রতীকে ১২১ ভোট, সাজেদা ফুটবল প্রতীকে ৯৪ ও নাছিমা বেগম সূর্যমুখী প্রতীকে ৭৯ ভোট পান। ভোটের ফলাফল ঘোষণার সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন সিকদার বাবলু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, আগামী ২৮মে নির্বাচিত এই ৪জন অভিভাবক সদস্যের সঙ্গে সিলেকশনের আরো ৭জন সদস্যসহ মোট ১১জন সদস্যের ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!