॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৫শে মে গভীর রাতে উপজেলার মৌরাট ইউপির বাগদুলী গ্রামের পেপুলবাড়ীয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাস মোল্লা (৩৮)কে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান ও ১টি কার্তুজসহ নামের গ্রেফতার করেছে।
সে উপজেলার মৌরাট ইউপির পূর্ববাগদুলী(কলাবাড়ীয়া চর) গ্রামের আফজাল মোল্লার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই ইলাহী মিয়া, এস.আই নুরুল আমীন, এস.আই রবিউল ইসলাম, এস.আই মুন্সী কামরুজ্জামান, এএসআই ইনায়েত হোসেন ও এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ গত শনিবার দিনগত গভীর রাতে পেপুলবাড়ীয়া মোড়ের পাশে পল্লী চিকিৎসক বকুলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান ও ১টি কার্তুজসহ তাকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, গাজিপুর জেলার কালিয়াকৈর থানার ১টি চুরি মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাস মোল্লার বিরুদ্ধে পাংশা থানাসহ বিভিন্ন থানায় পৃথক চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান ও ১টি কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নং-১৭, তাং-২৬/০৫/২০১৯ইং দায়ের করেছে।