॥শাহ ফারুক হোসেন॥ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষক সমিতির আয়োজনে গতকাল ২৫শে মে সকালে পদযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মধুখালী রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা ও গণমিছিলটি বের করা হয়। সমাবেশে মধুখালী উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি সোহরাব সেখের সভাপতিত্বে ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি এডঃ মানিক মজুমদার, কৃষক নেতা খলিলুর রহমান, আকমল মৃধা, ওদুদ শেখ, নিত্য সরকার, মধুখালী উপজেলা সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা কেরামত আলী লাল, সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পদযাত্রা ও গণমিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে চিনিকলের এমডির অফিস ঘেরাওয়ের পর মধুখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তাগণ প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত ১০৪০ টাকা মণ দরে ধান ক্রয়, ঈদের আগেই চিনিকলের আখ চাষীদের সমুদয় বকেয়া পরিশোধ, হাট-বাজারে কৃষি ফসলের ধলতা আদায় ও ওজনে কারচুপি বন্ধ করাসহ বিভিন্ন দাবী জানান।