॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ বিশ্বাসের বাড়ীর কাঠ ও পেঁয়াজ রাখা একটি পুরাতন টিনের কাচারী ঘরে গত ২৩শে মে গভীর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়।
টের পেয়ে বাড়ীর লোকজনের শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভায়। ফলে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার। তবে এটি অগ্নিকান্ডের ঘটনা নাকি নাশকতা এ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গোলাম মোহাম্মদ বিশ্বাস বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী। রাত ১টার দিকে তার স্ত্রী আলেয়া বেগম সেহরী রান্না করার জন্য জেগে উঠলে বাড়ীর উঠানে পুরাতন কাচারী ঘরে আগুন দেখে পরিবারের লোকজনকে ডেকে তোলে। এ সময় গোলাম মোহাম্মদ বিশ্বাসের ছোট ভাই হায়দার আলীর শোর-চিৎকারে প্রতিবেশী ইসলাম, ইউসুফ, ফজলু, শাজাহান, হারুন ও মাসুদসহ আরো অনেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের মধ্যে রাখা কাঠে আগুন দেয় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে টিনশেড পুরাতন কাচারী ঘরে রক্ষিত কিছু কাঠ ও পেঁয়াজ পুড়ে এবং টিনশেড ঘরের আংশিক ক্ষতিসাধন হয়। মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ বিশ্বাসের পরিবার এ তথ্য নিশ্চি করেন।
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার চাঁদ আলী খান ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ বিশ্বাসের বাড়ীতে নাশকতার প্রচেষ্টায় জড়িত দুর্বৃত্তদের মুখোশ উন্মোচনসহ আইনী আওতায় আনা দরকার।
এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়েও সতর্ক হওয়ার আহবান জানান তিনি। তবে কারা এই নাশকতার সাথে জড়িত তার কোনো সদুত্তোর মেলেনি।