রাজবাড়ী জেলা পরিষদের মাসিক সভা গত ২২শে মে দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরীন আক্তার হোসেন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন -মাতৃকণ্ঠ।