সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমান

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ আনিসুর রহমান গত ২১শে মে কালুখালী উপজেলা নির্বাচন অফিসার(অঃ দাঃ) ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আলিমের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল ২৩শে মে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার কর্তৃক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
মোঃ আনিসুর রহমানের জন্ম কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালুখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতার নাম মরহুম শাহাদত হোসেন মোল্লা। কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, এলএলবি ডিগ্রী অর্জন করেন। দীর্ঘ ১৫বছর এনজিও কেকেএস-এর আইন বিষয়ক কর্মকর্তাসহ দায়িত্বশীল নানা পদে কর্মরত ছিলেন। ভবিষ্যতে তিনি আইন পেশায় নিজেকে নিয়োজিত করার প্রস্তুতি নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি তাহমিম হাবিব তূর্য নামের এক পুত্র সন্তানের জনক। সে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। স্ত্রী ফারহানা রহমান গৃহিনী।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মোঃ আনিসুর রহমান বলেন, আমি সেবার ব্রত নিয়ে রাজনীতি করি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সময়ের কিছুদিন পর থেকে অদ্যাবধি প্রায় ২৮বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত রয়েছি। মানুষের জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছি। কিন্তু জনপ্রতিনিধি হলে জনগণের সেবা করার অনেক সুযোগ পাওয়া যায়। তাই নির্বাচনে অংশ নিচ্ছি। এ ব্যাপারে আমি দল-মত নির্বিশেষে উপজেলার সকলের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরও বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে কালুখালী উপজেলা জাতীয় পার্টির অন্যতম একটি দূর্গ। একসময় আমাদের দলের নেতারা সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে নেতৃত্বের ব্যর্থতায় জাতীয় পার্টি কিছুটা দুর্বল হয়ে পড়লেও বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে। এখানে পল্লীবন্ধু এরশাদ ও জাতীয় পার্টির ব্যাপক সমর্থন আছে। দলীয় নেতাকর্মীরাও আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত। নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষার সম্প্রসারণসহ নবগঠিত কালুখালী উপজেলাকে সারা দেশের মধ্যে অন্যতম সেরা একটি উপজেলা হিসেবে গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!