॥স্টাফ রিপোর্টার॥ ‘নিম্নমান ঘোষিত’ পণ্যসামগ্রী রাখার দায়ে রাজবাড়ী বাজারের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২০শে মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।
অভিযানকালে সম্প্রতি ‘নিম্নমান ঘোষিত’ বিভিন্ন পণ্যসামগ্রী রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় রাজবাড়ী বাজারের মেসার্স কানু চন্দ্র সাহাকে ৫হাজার টাকা, জসিম উদ্দিন চৌধুরীকে ১হাজার টাকা এবং মেসার্স লক্ষ্মণ ট্রেডার্স, জগদীশ চন্দ্র স্টোর ও অশোক ট্রেডার্সকে ২হাজার টাকা করে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিম্নমান ঘোষিত ১৪৫২ কেজি এসিআই লবণ, প্রাণ-এর ২৪ প্যাকেট লাচ্ছা সেমাই ও ৭ কৌটা কারি পাউডার এবং ১০৮ প্যাকেট তাসপিয়া সফট ড্রিংকস পাউডার জব্দ করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদানসহ আইনটি সম্বলিত লিফলেট বিলি করে সকলকে আইনটি মেনে চলার আহ্বান জানানো হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।