॥স্টাফ রিপোর্টার॥ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ১৯শে মে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি এম.দেলোয়ার হোসেন ও বাংলা টিভির দর্শক ফোরামের আহ্বায়ক আবুল কালাম বক্তব্য রাখেন।
বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ শিহাবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মনিরুজ্জামান, জেলা কৃষক সমিতির সভাপতি সভাপতি আঃ ছাত্তার মন্ডল, জেলা সিপিবির সদস্য ধীরেন্দ্র নাথ দাস, যুবলীগ নেতা বাদল কুমার দে, দৈনিক যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, গাজী টিভির প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, মুভি বাংলা টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি কামরুল মিঠু, দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন ও বার্তা সংস্থা পিবিএ এর জেলা প্রতিনিধি চঞ্চল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থাপনা করেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস।