॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে যেন কোন মাদকসেবী বা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, অছাত্র কিংবা অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত কেউ আসতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী ও সাবেক নেতৃবৃন্দ।
গতকাল ১৯শে মে সন্ধ্যায় গোয়ালন্দস্থ জেলা পরিষদের ডাক বাংলোতে উপজেলা ছাত্রলীগের সাবেক ১১জন সভাপতি ও সাধারণ স¤পাদক এক সভায় মিলিত হয়ে এই আহ্বান জানান। তারা ছাত্রলীগের কমিটি দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যাশার প্রতি গুরুত্ব দেয়ারও দাবী জানান।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় সাবেক সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, লুৎফুল করিম টিটু, আসাদুজ্জামান সেলিম, এনায়েত হোসেন জাকির, শফিকুল ইসলাম সুজ্জল, এবিএম বাতেন, নাজিমুল ইসলাম বৃটেন, সাবেক সাধারণ স¤পাদক চঞ্চল শেখ, বিপ্লব ঘোষ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন রেজা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনায়েত হোসেন জাকির জানান, গোয়ালন্দ উপজেলা, পৌর ও সরকারী কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ স¤পাদক পদের জন্য ৪২জন আবেদন করেছেন।
এদের অনেকের বিরুদ্ধে মাদক গ্রহণ, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এ বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণার জন্য আমরা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছি।
ছাত্রলীগ সূত্র জানায়, প্রায় ১বছর পর গত ১৩ই মে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভায় বিদ্যমান দু’টি উপজেলা কমিটিসহ ৩টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সাংগঠনিক বিভাজনের জন্য কাউন্সিল করা জটিল হয়ে পড়ায় জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নতুন কমিটি গঠনের নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।