॥আশিকুর রহমান॥ অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরীর দায়ে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার অননুমোদিত ২টি আইসক্রিম ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৮ই মে দুপুরে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম সদর উপজেলার খানখানাপুরের রুচি আইসক্রিম ফ্যাক্টরীকে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার সোনাপুরের নিউ সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে এই জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী-সংরক্ষণ এবং অবৈধ লেবেলে আইসক্রিম বাজারজাত করার দায়ে খানখানাপুরের অনুমোদনহীন রুচি আইসক্রিম ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৪ ধারায় ৫হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই ফ্যাক্টরী থেকে প্রায় ১হাজার পিস নকল লেবেল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অপরদিকে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, অনুমোদনহীন ফ্যাক্টরীকে ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরীর দায়ে বালিয়াকান্দি উপজেলার সোনাপুরের নিউ সুপার আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ও ৫৩ ধারায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ফ্যাক্টরীর মালিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে সঠিক উপদান দিয়ে আইসক্রিম তৈরীর নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ই মে দৈনিক মাতৃকণ্ঠ’র অনলাইনে এবং সাপ্তাহিক সাহসী সময় পত্রিকায় রাজবাড়ীর অনুমোদন বিহীন আইসক্রিম ফ্যাক্টরীগুলোতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরীর বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করা শুরু করে।