পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে গতকাল ১৮ই মে সকালে কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাল্য বিবাহ-ইভটিজিং, নারী-শিশু নির্যাতন ও যৌতুক প্রতিরোধ, জঙ্গীবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-(সেবা)কে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামন খান ফুলেল শুভেচ্ছা জানান -দেবাশীষ বিশ্বাস।