॥তনু সিকদার সবুজ॥ ‘সরকারী অফিসমুখী হন, আপনার সেবা করার সুযোগ দিন’-শ্লোগানকে সামনে রেখে জনগণের সেবা নিশ্চিত করতে ‘সমন্বিত সেবা’ নামক ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এর মাধ্যমে উপজেলার সাধারণ জনগণ এক জায়গায় সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং যে সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব সেগুলো সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সমাধান করে দিবেন।
আজ ১৫ই মে এই ‘সমন্বিত সেবা’ কার্যক্রম উদ্বোধন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এই ‘সমন্বিত সেবা’ দেয়া হবে।
পরবর্তীতে সপ্তাহের প্রতি মঙ্গলবার একই সময়ে নিয়মিতভাবে এই সেবা প্রদান করা হবে। এই ‘সমন্বিত সেবা’ সফল করার জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন।
এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। তাই উপজেলার সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন, বুধবারের উদ্বোধনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থেকে সেবা নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, কৃষিসহ যেকোন ধরণের সরকারী সেবা গ্রহণের জন্য সবাইকে ‘সমন্বিত সেবা’য় আসার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমাকে ‘সমন্বিত সেবা’য় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এর ফলে সেবা প্রদান নিশ্চিত হবে, জনগণ সরকারী অফিসমুখী হবে।