॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে তিন মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। তাদের বিরুদ্ধে অভিযোগ এরা প্রত্যেকে নিয়মিত বিভিন্ন ধরেনর মাদক সেবনের সাথে জড়িত। সাজা প্রাপ্তের আগে তাদেরকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
দন্ডপ্রাপ্তরা হলো ঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সদরের মৃত শেখ মোতালেব এর ছেলে শেখ আকিবুল(৩০), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া এলাকার মাজেদ মিয়ার ছেলে মোঃ রশিদ মিয়া(৫০) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার নিখিল বিশ^াসের ছেলে খিরোদ বিশ^াস(৩২)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
এরআগে গত শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছিল। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে হাতে নাতে আটক করে। পরে গোয়ালন্দের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৯(১১) এর দফা (গ) ধারা মোতাবেক ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের রাতেই রাজবাড়ী জেলা কারাগারে প্রদান করা হয়েছে।