॥ইউসুফ মিয়া/দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজারে হঠাৎ কেজি দরে তরমুজ বিক্রি করা শুরু হয়েছে। এর মাধ্যমে অসাধু বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে বাধ্য হয়ে ক্রেতা সাধারণ ৭০/৮০ টাকার প্রতি পিস তরমুজ কেজি দরে ৪০০/৫০০ টাকায় কিনতে বাধ্য হচ্ছে।
গ্রীস্মের মৌসুমী ফলের এই সময়ে ক্রেতাদের জিম্মি করে এভাবে তরমুজ বিক্রি হলেও প্রশাসনের দেখার কেউ নেই।
রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা বাবু কাজী বলেন, রাজবাড়ীতে কেজি দরে তরমুজ বিক্রি এবারই প্রথম শুরু হয়েছে। রোজার আগেও পিস হিসেবে তরমুজ বিক্রি হয়েছে। এখন ফল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কেজি দরে তরমুজ বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। তিনি এ ব্যাপারে জরুরী ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার দাবী জানান।
তরমুজ ক্রয় করতে আসা কলেজ পাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা দরে। অতিরিক্ত দামের কারণে তরমুজ কিনতে না পেরে ফিরে যাচ্ছি। বাজারে প্রশাসনের নজরদারীর অভাবেই বাজারের এই অব্যবস্থাপনা।
রাজবাড়ী ফল বাজারের ব্যবসায়ী মন্ডল ফ্রুট স্টোরের মালিক হারুন সরদার বলেন, আমরা খুলনার কৃষকদের কাজ থেকে সরাসরি তরমুজ কিনে আনি। এ বছর তরমুজের দাম অনেক বেশী। সাংবাদিক পরিচয় জানার পর তিনি আর কোন কথা বলতে রাজি হননি। অন্য একটি ফলের আড়তদারের কাছে তরমুজ ক্রয়ের চালান ফরম দেখতে চাইলেও তিনি দেখাননি।
এ ব্যাপারে রাজবাড়ীর বাজার ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আকমল হোসেন বলেন, আগামীকাল আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।