মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলনের উদ্যোগে র‌্যালী

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯

॥এম.এইচ আক্কাছ॥ রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলনের গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে গত ৬ই মে বিকেলে বাদ আসর র‌্যালী অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ বাজার বড় মসজিদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে গোয়ালন্দ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কোরবান আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ পবিত্র রমজান মাসে মুসলমানদের দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা, কোরআন-সুন্নাহ বিরোধী কার্যকলাপ ও মানব রচিত মতবাদ পরিবর্তন, অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, পর্নোগ্রাফী, অন্যায়-অনাচার, ঘুষ-দুর্নীতি, গুম, হত্যা, পরকীয়া, ধর্ষণ, ইভটিজিং, অনৈতিক কর্মকান্ড, পুঁজিবাদী ব্যবসা এসব থেকে দূরে থাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং বন্ধের দাবী জানান।
মুফতি আযম, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি আঃ লতিফ, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আবুল বাসার, লাভলু মোল্লা, মেহের আলী মোল্লা ও আতাহার বেপারীসহ ইসলামী আন্দোলন ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!