॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধীন বাজারে ৩০টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং ভিডিও ধারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
পাংশা পৌরসভা ভবনে গতকাল ৫ই মে দুপুরে বাজার সিসি ক্যামেরায় ভিডিও ধারণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, আব্দুল আলীম মুন্সী, রাশিদা ইয়াসমীন, দূর্গা রানী পাল ও মমতাজ বেগম, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল ও পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধীন বাজার সিসি ক্যামেরার আওতায় আসলো। এরআগে পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধিন বাজারের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।