॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৎস্যজীবীদের মাঝে জাটকা ইলিশ সংরক্ষণে বিশেষ শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল ৫ই মে দুপুরে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩৫৬জন মৎস্যজীবীর মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ প্রমূখ।
ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, তালিকাভুক্ত এসব জেলে যাতে জাটকা ইলিশ না ধরে এজন্য সরকারীভাবে বরাদ্দকৃত গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার মোট ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত মোট ৮১৩জন মৎস্যজীবীর মধ্যে গতকাল রবিবার দৌলতদিয়া ইউনিয়নের ২৫৩ ও পৌরসভাসহ ছোটভাকলা ইউনিয়নের ১০৩জনসহ মোট ৩৫৬ জনকে দেওয়া হয়। আজ সোমবার উজানচর এবং দেবগ্রাম ইউনিয়নের বাকি মৎস্যজীবীদেরকে দেওয়া হয়। শুকনা খাবারের মধ্যে চাউল, ডাল, তেল, লবন, চিনি, আটা, বিস্কুট, চিড়া, মোমবাতি এবং ম্যাচ রয়েছে।