॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গতকাল ৫ই মে বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ব্যবসায়ীদের নিয়ে সব ধরনের সচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম তালুকদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিদ্দিক মিয়া প্রমূখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, জুয়ারী চক্রের তৎপরতার ব্যাপারে সবাইকে সর্তকতা করা হয়। একই সঙ্গে রমজানের পবিত্রতা বজায় রাখতে সকল ব্যবসায়ীর প্রতি অনুরোধ জানিয়ে ভেজাল পণ্য, খাবার, মুখরোচক খাবার পরিহার ও তৈরী করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়।
এছাড়াও সকল ধরনের পন্যের অধিক মূল্য বা অস্বাভাবিক দাম রাখলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপযুক্ত শাস্তির আওতায় আনার কথাও জানানো হয়।