॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ৩০শে এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এমদাদুল হক বিশ^াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহতাব হোসেন খান ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলী। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হক ও মোঃ আব্দুল ওহাব মোল্লা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমরা অবকাঠামো উন্নয়ন করে দিচ্ছি এর পরিবর্তে শিক্ষার্থীদের কাছেও আমাদের চাওয়ার আছে। সেটা হলো ভাল রেজাল্ট। তোমরা ভাল করে লেখা পড়া করবে, মা-বাবার সুনাম অর্জন করবে তবেই আমাদের এ স্বার্থকতা পূর্ণ হবে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় সকল হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেয়া হবে। আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশী শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করেছি। আল্লাহ যদি আবারো আমাকে সুযোগ দেন তাহলে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আরো উন্নয়ন করবো।
এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, বাংলাদেশ আজ বিশে^র মানচিত্রে রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল হয়েছে। তাই কোন অন্যায় কাজ আমরা সহ্য করবো না। বর্তমানে ধর্ষণ ও ইভটিজিং বেড়ে গেছে উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এমদাদুল হক বিশ^াস বলেন, আমার একটাই ম্যাসেজ। সেটা হলো ভাল পড়াশুনা ও শিক্ষার মান বৃদ্ধি করা। ভবন কিন্তু একটি স্কুলের সুনাম বয়ে আনতে পারে না। সুনাম বয়ে আনতে পারে ভাল রেজাল্ট।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বলেন, তোমাদেরকে বিজ্ঞান মনস্কো হতে হবে। শুধু পাঠ্যপুস্তক পড়লেই হবে না, সাধারণ জ্ঞানও অর্জন করতে হবে। তবেই তোমরা এগিয়ে যেতে পারবে।
এরআগে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ৪তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৭৫লক্ষ টাকা ব্যয়ে মেসার্স থ্রি স্টার এন্টারপ্রাইজ ভবনের ১ম তলার নির্মাণ কাজ সম্পন্ন করবে।