॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকার আব্দুল খালেক মোল্লার ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৩০শে এপ্রিল দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ, রং, চিটাগুড়, ডালডা এসব দিয়ে ভেজাল গুড় তৈরীর দায়ে কারখানার মালিক আব্দুল মালেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রায় ৪০ মণ ভেজাল গুড় ও তৈরীর উপকরণ জব্দ করে নসিমনযোগে রাজবাড়ী রেল স্টেশনের সামনের ফুলতলা লেকে এনে ফেলে দেয়া হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, আসন্ন রমজান মাসে গুড়ের চাহিদাকে সামনে রেখে লক্ষ্মীকোলের আব্দুল খালেক মোল্লার বাড়ীর কারখানায় ভেজার গুড় তৈরী করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরী করার সময় হাতেনাতে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করাসহ প্রায় ৪০ মণ ভেজাল গুড় ও তৈরীর উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।