॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯শে এপ্রিল দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান ও জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আমাদের আগামীর প্রজম্মের যারা বেড়ে উঠছে তাদের পুষ্টির কথা চিন্তা করতে হবে এবং এটা নিয়ে সমস্ত ডিপার্টমেন্টকে কাজ করতে হবে। আমরা যে খাবার খাচ্ছি সেটা কতটুকু নিরাপদ সেটা আমাদের দেখতে হবে। পুষ্টির বিষয়ে যদি মানুষকে সঠিক নির্দেশনা দেওয়া যায় তাহলে তারা এ বিষয়ে সচেতন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতের অঙ্গীকার করেছেন। আমাদের সকলকে সেভাবেই কাজ করতে হবে। আমরা পুষ্টিকর খাবার খাব এবং আগামী দিনে পুষ্টি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা।
আলোচনা পর্বের শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।