॥স্টাফ রিপোর্টার॥ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে।
গতকাল ২৯শে এপ্রিল সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ যথাযথভাবে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক স্টলগুলো পরিদর্শন করেন।